শনিবার, ১৫ মার্চ, ২০১৪

উপজেলা নির্বাচন ২০১৪ এর ভোট ব্রাবধান


(উপজেলা চেয়ারম্যান )
১.কাজি শফিকুর রাহমান (কাপ - পিরিস মার্কা) ভোট পেয়েছেন ৩৩৩৪৫ টি
২.সাইদিদ গামাল লিপু (দোয়াত কলম মার্কা)ভোট পেয়েছেন ২৪১৬১টি
৩.আফজাল হসালর কাজি কুদ্দুস (মোটরসাইকেল মার্কা )ভোট পেয়েছেন ১২১৬৪ টি

(উপজেলা ভাইস - চেয়ারম্যান)
১.মোঃ হারিজুর রাহমান (উড়োজাহাজ মার্কা) ভোট পেয়েছেন ২৩৪৮৭ টি
২.মোঃ আক্কাস আলী (টিউবওয়েল মার্কা ) ভোট পেয়েছেন ১৯৪২৮ টি
৩.মাস্টার আব্দুর রসীদ (টিয়া পাখি মার্কা) ভোট পেয়েছেন ১১৮৩২ টি
৪.কাজি হাবিবুর রাহমান ( চশমা মার্কা ) ভোট পেয়েছেন ৭৫০৪ টি
৫.সাইদুরজ্জমান বাবু (তালা মার্কা ) ভোট পেয়েছেন ৫৫৫২ টি

(উপজেলা মহিলা ভাইস - চেয়ারম্যান)
১. .জিনিয়া নাজনিন কল্পনা (প্রজাপতি মার্কা ) ভোট পেয়েছেন ৩৮৭৩৮ টি
২.তামান্না সারমিন রেভা ( কলস মার্কা ) ভোট পেয়েছেন ১৬৩৪০ টি
৩.লাকি খানম (ফুটবল মার্কা )ভোট পেয়েছেন ৮৮৪২ টি

তথ্য সন্রহে ঃনির্বাচন অফিস ও সদরপুর প্রেস ক্লুব



উপজেলা নির্বাচন ২০১৪ এর বেসরকারি ফলাফল


১.কাজি শফিকুর রাহমান (উপজেলা চেয়ারম্যান ) পদে কাপ - পিরিস মার্কা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।
২.মোঃ হারিজুর রাহমান (উপজেলা ভাইস - চেয়ারম্যান) পদে উড়োজাহাজ মার্কা নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।
৩.জিনিয়া নাজনিন কল্পনা (উপজেলা মহিলা ভাইস - চেয়ারম্যান) পদে প্রজাপতি মার্কা নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।


আমাদে ফেসবুক পেজ 

উপজেলা নির্বাচন ২০১৪


নির্বাচনের সংবাদ আপনাদের দিতে পারিনি বলে আমরা দুখিত,
কয়েকটি বিছিন্ন ঘটনা ছারায়ি শান্তিপূর্ণ ভাবে উপজেলায় ভোট গ্রহন অনুস্থিত হয়।
ঘটনা সুমুহ >
১.সকালে সদরপুর মদেল প্রাইমারি স্কুলের সেন্টারে কাথা কাটি ।।
২.বিকালে বিশ্ব জাকের মঞ্জিল স্কুলের সেন্টারে কাথা কাটি।।
এছাড়া শান্তিপূর্ণ ভাবে উপজেলায় ভোট গ্রহন চলে । 
জনগন সতস্ফুত ভাবে তার ভোট দেন।
আনন্দ ঘনা পরিবেসে নিরবাচন অনুস্থিত হয়।

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

সদরপুরে নির্বাচনী সহিংসতায় দু গ্রুফে সংঘর্ষ আহত ৮



গতকাল বুধবার সকালে সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের মৈয়জদ্দিন মাতুব্বরের কান্দি গ্রামে নির্বাচনী সহিংসতায় মহিলাসহ অনন্ত ৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানাগেছে, আসন্ন ১৫ মার্চ সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগের সমর্থিত প্রার্থী কাজী শফিকুর রহমানের সমর্থকদের সাথে সতন্ত প্রার্থী এইচ,এম শায়েদীদ গামাল লিপু সমর্থকরা অতর্কিত হামলা করে মহিলা সহ ৮ ব্যাক্তিকে আহত করে। গত মঙ্গলবার বিকেলে কাজী শফিকুর রহমানের সমর্থক ও লিপু সমর্থকদের মাঝে ভোট দেওয়া নেওয়া নিয়ে কথা কাটা হয়। উক্ত কথা কাটাকাটির জের ধরেই বুধবার ভোরে লিপুর সমর্থকরা কাজী শফিকুর রহমানের সমর্থক খোকন মাতুব্বরের বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে খোকন মাতুব্বর (২৮), জলিল খাঁ (৫০), কহিনুর বেগম (৫০),নুরুজ্জামান মাতুব্বর (৩৫) জাফর মাতুব্বর(৩৫) কে আহত করে। আহতদের সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কহিনুর বেগম ও জাফর মাতুব্বরকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি,তবে উক্ত এলাকায় র‌্যাব ও পুলিশ টহলে রয়েছে।


আমাদের ফেসবুক পেজ 

শনিবার, ৮ মার্চ, ২০১৪

আন্তর্জাতিক নারী দিবস


সদরপুরে দিন ব্যাপী আন্তর্জাতিক নারী দিবসের সভা।
সকাল ১০ তার সময় রালি করার পর সভা করা হয় ।
সদরপুর দরবার হলে এসে শেষ হয় ।
পরে শিল্প কলার আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে সভা করা হয় ।
এই সভাতে বক্তব্য দেন ,
জনাব লোকমান হোসেন ( উপজেলা নির্বাহী অফিসার ),





বুধবার, ৫ মার্চ, ২০১৪

এই মাত্র পাওয়া


কিছুক্ষন আগে সদরপুর বাজারে আগুন লেগেছিল ।

১০ টা ২০ মিনিটে ইত্যাদি সু ইস্টর এ আগুনের সুত্রপাত হয় ।
.বিদ্যুতের-সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে ।
আগুন লাগার সাথে সাথেই স্থানিও মসজিদ গুলুতে মাইকিং করা হয়।
পরবর্তীতে সদরপুর থানায় সংবাদ দেওয়া হয়।
থানা থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ।
কিন্তু আগুনে তেমন কোন ক্ষতি হইনি বলে জানিয়েছে দোকানের মালিক।
শুধু ওপরের একটা কাঠ জ্বলতে থাকলে পানি দিয়ে নিভানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার বাজার পরিদর্শন করেছেন।
সবাই সস্তির নিশ্বাস ফেলেছেন।কেননা আগুনের 
তাপ বেশি থাকলে কি হতো তাঅনেকে জানেন না।
বিগত সময়ে আগুন লেগে অনেক ক্ষয় - ক্ষতি হয়েছে।
বাজারে আগুন নেভানর বাবস্তা থাকলেও তা অকেজো।
আল্লাহ্‌ কে ধন্যবাদ ,আমাদের সহায় হবার জন্য।


শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

শুক্রবারের সদরপুর


আজ সদরপুরে কোন রকম দূর ঘটনা ঘটেনি ।
শুক্রবারের হবার সুবাদে রাস্তা ঘাট ছিল ফাকা।
নামাজের পর বিভিন্ন চায়ের দোকানে ছিল নির্বাচনী কাথা বাত্রা ।
বিকালের দিকে পারথিরা তাদের প্রচারনা চালাতে বাস্ততা দেখা যায় ।
সার্বিক প্রস্তিতি শান্ত ও নিরাপদ রয়েছে।



বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

আজ সদরপুরে



আজ সদরপুরে অনুষ্ঠিত হয় " আল- হিকমা কিনটার গার্ডেনের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ।
জেমন খুশি তেমন সাজ, দোর,ব্যাঙ লাফ ইত্যাদি ইভেন্ট এ সবাই মুকধ হয়েছে । 

এছাড়া জান চলাচল সাভাবিক ছিল ।

নির্বাচনের কারনে মুখরিত হয়ে আছে সদরপুর উপজেলা

প্রতিক বরাদ্দের পর আজ প্রথম সব পারথিরাই পুরুদমে
কাজ করতে সুরু করে দিয়েছে।
পোস্টার,লিপ্লেট মাইকিং দিয়ে এলাকা মুখুরিত হয়ে গেছে।
আসান্ন উপজেলা নির্বাচন খুব কঠিন হবে সব পারথিদের জন্য।
সাধারন জনগন মনে করে "তাদের সব সময়ে 
যারা কাছে থাকবে,উপকার করবে,যোগ্য এবং সৎ পারথিকে তারা ভোট দিবেন।
প্রচারনা চলছে ...চলবেই...
এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ।



সদরপুরে ভ্রাম্যমান আদালত

আজ সদরপুরে ঢাকা থেকে একটি টিম এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালতে ঢাকাস্ত নির্বাহী অফিসার ,সদরপুর নির্বাহী অফিসার ,পরিচালনা করেন।
ওসুদের দোকান , মুদির দোকান ,খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।



বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

পারথিদের প্রতিক যা জানতে পেরেছি


চেয়ারম্যান পদ পারথি আবু হসালর কাজী কুদ্দুসের হলফনামার
 কাগজ ঠিক হয়ে গেছে তাঁর প্রতিক (মোটরসাইকেল ) মার্কা।

ভাইস -চেয়ারম্যান পারথিদের প্রতিক যা জানতে পেরেছি 
১.হারেস বেপারি (উড়োজাহাজ)মার্কা
২.কাজী হাবিবুর রাহমান (চশমা )মার্কা
মহিলা ভাইস -চেয়ারম্যান পারথিদের প্রতিক যা জানতে পেরেছি 
১.কল্পনা আক্তার ( প্রজাপতি)

মুখরিত হয়ে গেছে সদরপুর উপজেলা



প্রতিক বরাদ্দের পর আজ প্রথম সব পারথিরাই পুরুদমে
 কাজ করতে সুরু করে দিয়েছে।
পোস্টার,লিপ্লেট মাইকিং দিয়ে এলাকা মুখুরিত হয়ে গেছে।
আসান্ন উপজেলা নির্বাচন খুব কঠিন হবে সব পারথিদের জন্য।
সাধারন জনগন মনে করে "তাদের সব সময়ে 
যারা কাছে থাকবে,উপকার করবে,যোগ্য এবং সৎ পারথিকে তারা ভোট দিবেন।
প্রচারনা চলছে ...চলবেই...
এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ।


মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

উপজেলা নির্বাচনের প্রতিক বরাদ্দ


আজ ফরিদপুর জেলা নির্বাচন কমিসনের কার্যালয়ে আসন্ন 
উপজেলা নির্বাচনের প্রতিক বরাদ্দ দেওয়া হয় ।
জানা গেছে
চেয়ারম্যান পদের প্রতিক গুলো 
১.কাজী শফিকুর রাহমান (কাপ প্রিস )মার্কা 
২.ফকির আব্দুর সাত্তার (আনারস ) মার্কা 
৩.গালাম লিপু (দোয়াত কলম) মার্কা
৪. কুদ্দুস কাজীর মার্কা স্থগিত রয়েছে। 


সদরপুরে বড় ভাই ছোট ভাইকে গলা কর্তন


সদরপুর উপজেলা 
সদরের মুটুকচর গ্রামে গত সোমবার বিকেল অনুমান ৫টায় খলিল 
সরদারের পুত্র রুবেল (১৪) ছোট ভাই জুয়েল (১১) কে গলা কেটে গুরুতর আহত করেছে। 
গত সোমবার বিকেল অনুমান ৫টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, খলিল সরদারের ছোট কন্যা কলিকে তার পুত্র ছোট পুত্র
জুয়েল চরথাপোর দেয়। তার বড় পুত্র রুবেল শ্বাসাতে গিয়ে 
ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে । পরে গুরুতর আহত অবস্থায় 
তাকে সদরপুর হাসপাতালে নিয়ে আসার পর কর্তবরত ডাক্টারা 
তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

সংবাদ সংগ্রহ 

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

সর্বশেষ সংবাদ


আজকে প্রজন্ত উপজেলা চেয়ারম্যান পারথি কুদ্দুস কাজীর হলফনামার কাগজ ঠিক করে জমা দিতে পারেনি।
জানা গেছে হলফ নামার কাগজে ভুল থাকায় সদরপুর নির্বাচন কমিসন তাঁর কাগজ বাদ দেয় কিন্তু তিনি বাংলাদেশ উচ্চ আদালতে রিট করেন ।
আবার ওপর দিকে
উপজেলা ভাইস- চেয়ারম্যান পারথি আব্দুর রশিদ মাস্টার ও হলফনামার কাগজ ঠিক করে জমা দিতে পারেনি।
জানা গেছে হলফ নামার কাগজে ভুল থাকায় সদরপুর নির্বাচন কমিসন তাঁর কাগজ বাদ দেয় কিন্তু তিনি বাংলাদেশ উচ্চ আদালতে রিট করেন ।

সার্বিক অবস্থা


এখন প্রজন্ত সদরপুরে কোন রকম দূর ঘটনা ঘটেনি,
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল
সকালের দিকে একটু যানজট থাকলেও কিছুক্ষণের মদ্ধে তা ঠিক হয়ে যায়।

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪

সার্বিক অবস্থা

আজ সকাল ১০ টা থেকে ১ টা প্রজন্ত চলে উচ্চ মাধ্যমিক গনিত পরিক্ষা।
পরিক্ষা স্বাভাবিক ভাবেই শেষ হয়।
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল ।পরিক্ষা আরম্ভ ও শেষ এর সময় একটু যানজটের দেখা দেয়।পরবর্তীতে টা ঠিক  হয়ে যায় .




প্রচারনা চলছে চলবে....


জমে উঠেছে সদরপুরের উপজেলা নির্বাচন
প্রচারনা চলছে শহর সহ পুরো উপজেলাতেই।
 সবাই বলচে সদরপুরে এই বার অনেক জমেছে আসন্ন উপজেলা নির্বাচন নীয়ে।চেয়ারম্যান ,ভাইস - চেয়ারম্যান,মহিলা ভাইস -চেয়ারম্যান পারথিরা ও প্রচারনা চালাচ্ছেন ।

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

জরিপ নাম্বার ১



আপনি উপজেলা চেয়ারম্যান কাকে দেখতে চান??
১।কাজী শফিকুর রাহমান 
২।লিপু মোশারফ
৩।ফকির আব্দুর সাত্তার
৪।আনিসুর রাহমান 
৫।শাহাদাত হোসেন 
কমেন্ট এ আপনার উত্তর ও মোবাইল নাম্বার আর উত্তর এর কারন জানান ।
ভাল মন্তব্য দাতাকে ২১ টাকা ফ্লিক্সিলোড দেওয়া হবে ।।
(ভাষার মাস উপলক্ষে)
সময় ৩ দিন   
ধন্যবাদ
তাই এক্ষনি আমাদের ফেসবুক পেজে যান 

সদরপুর উপজেলা নির্বাচন প্রসঙ্গে



আসান্ন উপজেলা নির্বাচনে অনেক পারথি থাকলেও ভোটার দের কাছে যাচ্ছেন না অনেকে।
কিন্তু প্রতিদিন এক এক স্থানে জন সংযোগে ব্যাস্ত 
"উপজেলা চেয়ারম্যান পদ পারথি 
( কাজী শফিকুর রহমান )
এই সবিটি তাঁর একটি  জন সংযোগ থেকে নোওয়া।
বর্তমান জরিপে দেখা গেছে ৭০% জন সমর্থন তাঁর রয়েছে।
আপনারা কি মনে করেন???

নব নির্বাচিত এম পি

আজ সদরপুরে এসেছিলেন নব নির্বাচিত এম পি মুজিবুর রাহমান নিক্সন ।
তিনি আজ সদরপুর শিল্পকলা চত্বরে কর্মীদের নিয়ে সমাবেশ করেন এবং তিনি বিগত সরকারের সমালোচনা করেন ও আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তিনি একক পারথি সমর্থন করেন ।সালেহা মোসাররফের ছেলে লিপু কে তিনি সমর্থন করেন ।পরে তিনি সদরপুর পশু হাসপাতাল পরিদর্শন করেন।বেলা ১-৪৫ মিনিট এ তিনি সদরপুর ত্যাগ করেন ।।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০১৪

আজ আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০১৪ রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার,বাংলাদেশ আওয়ামেলিগ,বি এন পি ,সদরপুর সরকারি কলেজ ,মহিলা কলেজ ,বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়, কাজী জেবুরনেসা বালিকা উচ্চ  বিদ্যালয়,সদরপুর প্রেসক্লাব,সহ সদরপুর উপজেলার সর্বস্তরের জনগন।
আজ সকাল ৭ ঘটিকায় উপজেলা চত্তর হতে একটি রালি করা হয় । 
রালিটি শহররের সকল মোড় ঘুরে
সদরপুর দরবার হলে এসে শেষ হয় ।
পরে সকাল ৮টার দিকে সাংস্কিতিক অনুষ্ঠান করা হয় ।।

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

এখন প্রজন্ত সদরপুর


এখন প্রজন্ত সদরপুরে কোন রকম দূর ঘটনা ঘটেনি,
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল
সকালের দিকে একটু যানজট থাকলেও কিছুক্ষণের মদ্ধে তা ঠিক হয়ে যায়।
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আজ ব্যাপক নিরাপত্তা ছিল।জানা গেছে রাত ১২ টার সময় আন্তর্জাতিক ভাষা দিবস পালনের জন্য পুস্পমাল্য অরপন করবেন সদরপুরের জনগন ।


বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

সদরপুর বাসীর জন্য সু খবর


আজ থেকে শুরু হয়েছে গ্রামীনফোনের 3G প্রকল্পের কাজ আজ থেকে আমাদের উপজেলায় শুরু হয়েছে ...
খুব তারাতারি সদরপুর উপজেলার গ্রামীণফোন গ্রহক গন 3G নেটওয়ার্ক পাবেন। 
আমাদের আর পিছিয়ে থাকার সময় নেই......
..........চল বহুদূর ........

এখন প্রজন্ত

এখন প্রজন্ত সদরপুরে কোন রকম দূর ঘটনা ঘটেনি,
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল
সকালের দিকে একটু যানজট থাকলেও কিছুক্ষণের মদ্ধে তা ঠিক হয়ে যায়
আমাদের ফেসবুক পেজ 

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

ক্ষমা চাওয়া প্রসঙ্গে



আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ব্লগ পড়ে যারা আমাদের সাথে থেকেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ । আমাদের সময়ের কারনে কিছুদিন সংবাদ পোস্ট করতে পারিনি।তাই আমরা আন্তরিক ভাবে দুঃখিত । আমরা চেষ্টা করব এখন থেকে প্রতিদিন সংবাদ পোস্ট করব। যারা আমাদের ওপর রাগ করে আছেন,আমরা তাদের নিকট আন্তরিক ক্ষমা পারথি ।দয়া করে ক্ষমা করে দিবেন......ধন্যবাদ (এডমিন )