বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

সদরপুরে এসেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরউল্লাহ



আজ সদরপুরে এসেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরউল্লাহ ।
তিনি সদরপুরে এসে উপজেলা আইসিটি ভবনের কাজের উদ্ভদন করেন ।
উদ্ভদন আগে করার কাথা থাকলেও সময়ের কারনে সেটা করতে পারেনি।
পরে তিনি উপজেলা আইন শিঙ্খলা সভাতে যোগ দেন।
আইন শিঙ্খলা সভাতে আরও থাকেন, জনাব লোকমান হোসেন (ইউএনও) ,
জনাব মোহাম্মেদ আলী বিশ্বাস (অফিস ইন চাজ )সদরপুর থানা,কাজী শফিকুর রহমান
 ( সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ সদরপুর উপজেলা)
,জনাব আবু আলম রেজা,(সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ সদরপুর উপজেলা),
সহ আরও অনেকে। সভাটি ২ টা প্রজন্ত হবার কাথা রয়েছে।
২ টার সময় জনাব কাজী জাফরউল্লাহ সদরপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পেজ

বিএনপির বিক্ষোভ মিছিল


আজ সকাল ১১ টার দিকে সদরপুর উপজেলা চত্বরে বিএনপি ও এর অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করে । কিন্তু তারা কোন শব্দ মুখ উচ্চারন করেনি।
তারা হাসপাতাল মোড় হতে কলেজ মোড়ে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয় ।
এ সময় উপস্তিত ছিলেন থানার সভাপতি গোলাম রব্বান্নি ,সাধারন সম্পাদক কাজী বদুরুজ্জামান বুদু , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখ।
কিন্ত মিছিল পরবর্তীতে ব্যাপক যানজট দেখা দেয়।
তবে এখন পুরুপুরি স্বাভাবিক আছে।

আমাদের ফেসবুক পেজ 

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

ট্রাক ও টেম্পুর মুখুমুখি সংঘর্ষ

আজ দুপুর ১২ টার দিকে সদরপুর - বাবুরচর এর মাঝামাঝি
সরকার ভিলার সামনে ট্রাক ও টেম্পুর মুখুমুখি সংঘর্ষ।
আহত ২।
আশংকা জনক অবস্থায় ২ জনকে সদরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ফেসবুক পেজ 

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

আগামীতে নমিনেশনই চাইবো না: রনি
আমদের সদরপুর এর ছেলে গোলাম মওলা রনি এমন কথাই বলেছে,

আগামীতে নমিনেশনই চাইবো না। কিন্তু দলের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো ঠিক আমার মতো করে বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনি। আজ সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু সমালোচনাও করেন সদ্য কারামুক্ত এই এমপি।
ফেসবুকে রনি লিখেছেন, ঢাকা শহরে কোন প্রাইভেট গাড়ী চলছে না। অথচ সরকারদলীয় লোকজনের লাখ লাখ গাড়ী রয়েছে। শুধু কি তাই- এই সরকার ক্ষমতায় আসার পূর্বে যাদের চুলায় আগুন জ্বলতো না এবং পকেটে রিকশা ভাড়া থাকতো না তারাও গাড়ী-বাড়ির মালিক হয়েছে। এ সব সুবিধাভোগীর সংখ্যাও কয়েক লাখের নীচে হবে না। বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রীর কথা বলতে গিয়ে তারা বিভিন্ন সময় মুখের ফেনা তুলতো আর নিজ দলের প্রতিপক্ষকে খোন্দকার মোস্তাক বানানোর চেষ্টায় রত থাকতো তারা এখন কোথায়?
রনি আরও লিখেছেন, অনেকে বলবেন আপনি কি করছেন? অবশ্যই করছি- আমি আমার নীলমনি গাড়িটি নিয়ে গত ২দিন অনবরত শহরে ঘুরেছি আর হরতাল দেখেছি। আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের যে সব নেতৃবন্দ গত পাঁচ বছরে আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধারের মাধ্যমে আমার সর্বনাশ করার চেষ্টায় রত ছিলো- তাদের নিকট প্রস্তাব পাঠিয়েছি দলের স্বার্থে সম্মিলিত ভাবে হরতার বিরোধী মিছিল করার জন্য। আজ দলের স্বার্থে তাদের নিকট সকল মান অভিমান ভুলে আমি শর্তহীন ভাবে এগিয়ে গিয়েছি।
শেষ দিকে রনি লিখেছেন, নিন্দুকরা বলবেন, সামনে নির্বাচন। তাই নমিনেশন পাওয়ার জন্য হয়তো এমনটি করছেন। আমি বলবো প্রশ্নই আসে না। কারণ আগামীতে নমিনেশনই চাইবো না। কিন্তু দলের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো ঠিক আমার মতো করে।
সুত্রঃ- কালেরকণ্ঠঃ-ওয়েব সাইট লিঙ্ক 

ক্লিক আমাদের ফেসবুক পেজ এ ঘুরে আসুন


শীর্ষ সংবাদ

সদরপুর এর জন্য সুখবর আজ সন্ধ্যা ৬ টার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে।

সদরপুর এর প্রতিটি চায়ের দোকানের আড্ডা এর শীর্ষ খবর হল ,
গণভবনে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ তাৎক্ষণিক রক্ষা না করে কিছুটা বিপাকে পড়েছে বিএনপি। বিএনপি মনে করছে, এখন সংলাপ যদি না হয় তাহলে তার দায় তাদের দিকেই আসতে পারে এবং ফোনআলাপ মিডিয়াতে প্রকাশ হবার পর  বিএনপি এর জনসমর্থন কমতে শুরু করেছে বলে মনে করেন আড্ডাবাজরা ।
এই ফোনআলাপ নিয়ে সদরপুরবাসি ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন।

আপনি কি মনে করেন ফোনআলাপ টিতে খালেদা জিয়া খারাপ আচারন করেছেন প্রধানমন্ত্রী এর সাথে?

কমেন্ট করে জানাবেন...

হরতাল পরিস্থাতি ( শেষ দিন )

আজ সকাল ১০ থেকে১১.৩০এর দিকে হাসপাতাল মোড় এলাকার নির্মাণাধীন ভবন এর সামনে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি এর হরতাল সমর্থন কারীদের পুলিশ অবুরদ্ধ করে রাখে ।
পরবরতিতে অবুরদ্ধ এর মাঝে বক্তব্য দায় ।
এতে বক্তব্য দেন থানার সভাপতি গোলাম রব্বান্নি ,সাধারন সম্পাদক কাজী বদুরুজ্জামান বদু  , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখ। কিন্তু সদরপুর এর বিএনপি এর অপর পার্কিটি কৃষ্ণপুর মোড় এ কোন রকম সমাবেশ হইনি ।
কোন রকম বিশিঙ্খলা হইনি
আন্ত যান চলাচল সাভাবিক রয়েছে ।
অটো,ভ্যান,মোটরসাইকেল ও সবুজ বাংলা ,চলাচল করেছে।
হরতাল এর কারনে সদরপুর এ আসা (দুরের) মানুষ বিপাকে পরেছে ।
৬ টার পর হরতাল শেষ হলে পরিস্থিতি আবার সাভাবিক হয়ে যাবে।
সদরপুর যে আওমেলিগ এর ঘাটি সেটা প্রমানিত হয়েছে ।
কারন হরতাল এ কোন রকম প্রভাব পরেনি।
মানুষের মনে কোন রকম ভয় য় নেই।
আমি কিছু লোক কে প্রস্ন করেছি যে,
হরতাল এ কেমন প্রভাব পরেছে সদরপুরে ?
সবাই প্রারাই একই রকম উত্তর দেয়েছে,
তারা বলেছে হরতাল তো বাংলাদেশে , সদরপুরে হরতাল নাই।
কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি।
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে।
এছাড়াও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জেলা শহর থেকে।
এই ছিল আজকের সংবাদ .... — at হাসপাতাল মোড় ,সদরপুর,ফরিদপুর.

ফেসবুক লিঙ্ক 

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

বাবুরচর এ হাতাহাতি

আজ বিকাল ৫ টার দিকে বাবুরচর বাজার এ সদরপুর এর ৯ রশি গ্রাম এর কয়েকটি ছেলে ও মধ্য  বাবুরচর এর কয়েকটি ছেলে  এর মধ্যে হাতাহাতি হই।
এতে  মধ্য  বাবুরচর এর একটি ছেলে আহত হয়।
ঘটনা সুত্র জানা জাইনি।
তবে জানা যায় যে এর আগে সদরপুর এর ৯ রশি গ্রাম এর একটি ছেলে কে,
 অনন্যাই ভাবে মেড়ে আহত করার জন্য এর ঝামেলা।
তবে বেপার টা মীমাংসা করার জন্য দুই পক্ষএর মুরুব্বীরা বাবস্থা গ্রহন করেছেন।

ফেসবুক লিঙ্ক 

হরতাল এর সংবাদ


আজ সকাল ১০ থেকে১১.৩০এর  দিকে হাসপাতাল মোড় একাকার আদালত ভবন এর সামনে বিপুল সংখ্যক পুলিশ  বিএনপি এর হরতাল সমর্থন কারীদের পুলিশ অবুরদ্ধ করে রাখে
পরবরতিতে অবুরদ্ধ এর মাঝে বক্তব্য দায়
এতে বক্তব্য দেন থানার সভাপতি গোলাম রব্বান্নি ,সাধারন সম্পাদক কাজী বদুরুদিন , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখকিন্তু সদরপুর কিস্নপুর মোড় এ কোন রকম মিছিল হইনি
কোন রকম বিশিঙ্খলা  হইনি।
আন্ত যান চলাচল সাভাবিক রয়েছে
কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে
 এছাড়াও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জেলা শহর থেকে।
এই ছিল আজকের সংবাদ ....

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

হরতাল সদরপুর ২৭-১০-২০১৩

আজ সকাল ১১ টার দিকে হাসপাতাল মোড় একাকায় বিএনপি এর হরতাল সমর্থন কারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করে।পরবরতিতে তাদেরকে স্বতঃ সাপাক্কে ১৫ মিনিট এর সমাবেশ করতে দেওয়া হয়।
এতে বক্তব্য দেন থানার সভাপতি গোলাম রব্বান্নি সাধারন সম্পাদক কাজী বদুরুদিন , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখ। কিন্তু সদরপুর কিস্নপুর মোড় এ কোন রকম মিসিল হইনি ।
আন্ত যান চলাচল সাভাবিক রয়েছে । কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি।
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে। 
এই ছিল আজকের সংবাদ ....