বুধবার, ৫ মার্চ, ২০১৪

এই মাত্র পাওয়া


কিছুক্ষন আগে সদরপুর বাজারে আগুন লেগেছিল ।

১০ টা ২০ মিনিটে ইত্যাদি সু ইস্টর এ আগুনের সুত্রপাত হয় ।
.বিদ্যুতের-সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে ।
আগুন লাগার সাথে সাথেই স্থানিও মসজিদ গুলুতে মাইকিং করা হয়।
পরবর্তীতে সদরপুর থানায় সংবাদ দেওয়া হয়।
থানা থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ।
কিন্তু আগুনে তেমন কোন ক্ষতি হইনি বলে জানিয়েছে দোকানের মালিক।
শুধু ওপরের একটা কাঠ জ্বলতে থাকলে পানি দিয়ে নিভানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার বাজার পরিদর্শন করেছেন।
সবাই সস্তির নিশ্বাস ফেলেছেন।কেননা আগুনের 
তাপ বেশি থাকলে কি হতো তাঅনেকে জানেন না।
বিগত সময়ে আগুন লেগে অনেক ক্ষয় - ক্ষতি হয়েছে।
বাজারে আগুন নেভানর বাবস্তা থাকলেও তা অকেজো।
আল্লাহ্‌ কে ধন্যবাদ ,আমাদের সহায় হবার জন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন