সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

এখন প্রজন্ত


এখন প্রজন্ত সদরপুরে কোন রকম দূর ঘটনা ঘটেনি,
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল
সকালের দিকে একটু যানজট থাকলেও কিছুক্ষণের মদ্ধে তা ঠিক হয়ে যায়।
JSC ও JDC পরিক্ষায় কোন রকম আপ্রিতিকর ঘটনা ঘটেনি ,
সকলের পরিক্ষা মুটামুটি ও ভাল হয়েছে।

আজ সদরপুর থেকে ভুয়া ডলার ব্যাবসায়ীকে আটক

আজ সকাল ১১ টার দিকে সদরপুরের বাজাজ ভিউ 
এর সামনে থেকে ভুয়া ডলার ব্যাবসায়ীকে আটক করে পুলিশের কাছে 

হস্তান্তর করে বাজাজ ভিউ এর কর্মরত লোকজন .
জানা গেছে,
এলাকার একজন ডলার ব্যাবসায়ী তার নিকট ডলার বিক্রয় করতে আসে এই চক্র।
দেখানোর সময়ে আসল ডলার দেখায় কিন্তু বিক্রয় হবার পর নকল ডলার দিয়ে চলে যায়।
এলাকার ডলার ব্যাবসায়ী প্যাকেট খোলার পর দেখে নকল ,

ততক্ষণে তারা মোটরসাইকেল নিয়ে থানার সামনে,

পরে এলাকার জনগন তাদেরকে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ ব্যাপারটা তদন্ত করেছ,
ঘতনার সত্যতা জাচাই করতে কল করুন 
বাজাজ ভিউ
০১৭২৭-০১৯৭৮৬


রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

আজকের পরিস্থিতি


আজ সদরপুরে কোন রকম দূর ঘটনা ঘটেনি,
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল
সকালের দিকে একটু যানজট থাকলেও কিছুক্ষণের মদ্ধে তা ঠিক হয়ে যায়।
JSC JDC  পরিক্ষায় কোন রকম আপ্রিতিকর ঘটনা ঘটেনি ,
সকলের পরিক্ষা মুটামুটি ও ভাল হয়েছে।

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

মাধ্যমিক স্কুলের JSC ও JDC পরিক্ষা

আজ মাধ্যমিক স্কুলের JSC ও JDC পরিক্ষার ,
পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়।
প্রশ্ন পত্র আউটের গুঞ্জন ওঠাই প্রশ্ন কোমিটি আগের সেট বাদ দিয়ে 
"খ" সেট এ পরীক্ষা নেওয়া হয়।
এ ব্যাপারে পরীক্ষাথিরা কিছু বলেনি।
কিন্তু কিছু কিছু প্রশ্ন পত্র আউটের গুঞ্জন সত্য বলেছে।
কিন্তু, সামনে আবার হরতালের আশঙ্কাই 
তাদের বাকী পরীক্ষা গুলু নিয়ে চিন্তিত ।

                                                আমাদের ফেসবুক পেজ

নির্বাচনী প্রচারনা শুরু করেছেন মুজিবুর রাহমান চৌধুরি ( নিক্সন )


আজ থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন তারুন্নের প্রতীক “ মুজিবুর রাহমান চৌধুরি ( নিক্সন )
সকাল ৯ টায় তিনি তাঁর বাড়ি থেকে গাড়ি বহর নিয়ে রওনা হয়।
১০ টার দিকে তিনি ভাঙ্গা উপজেলায় পথ সভা করেন।
পরবরতিতে ১১.২০এর দিকে সদরপুরের আটরশি এসে বিশ্ব জাকের মঞ্জিল দরবারে প্রবেশ করেন।
তারপর সদরপুরের দিকে রওনা করেন ১২.৪০এর দিকে।
তাঁর গাড়ি বহরে আনুমানিক ৫০০টি মোটরসাইকেল ও ৫০ টি মাইক্রে গাড়ি ছিল ।
তিনি সদরপুর থানার সামনে তাঁর গাড়ি বহর থামিয়ে পথ সভা করেন।
তাঁর পর তিনি ১.২০ এর দিকে চরভাদ্রাসন এর দিকে রওনা
 করে ২.৩০ মিনিটে চরভাদ্রাসনে নামে পরে পথ সভা করেন।
জানা গেছে তাঁর পথ সভাতে বিপুল সংখ্যক জনগনের সমাগম ঘটে ।
পরবর্তীতে ৩ তাঁর দিকে চরভাদ্রাসন থেকে ফিরে আবার 
সদরপুর হয়ে চন্দ্রপারা ও কাওলিবেড়া হয়ে ফিরার কথা রয়েছে।
তাঁর এ নির্বাচনী প্রচারনায় ও পথ সভাতে 
চারদিকে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

JSC ও JDC পরিক্ষা ১০ টা ১৫ মিনিট থেকে শুরু হয়।


আজ মাধ্যমিক স্কুলের JSC ও JDC পরিক্ষার ,
পরীক্ষা সকাল ১০ টা ১৫ মিনিট থেকে শুরু হয়।
কারন, প্রশ্ন পত্র আউটের গুঞ্জন ওঠাই প্রশ্ন কোমিটি আগের সেট বাদ দিয়ে 
"খ" সেট এ পরীক্ষা নেওয়া হই ও প্রশ্ন আসতে দেরি করে।
এ ব্যাপারে পরীক্ষাথিরা কিছু বলেনি
কিন্তু কিছু কিছু প্রশ্ন পত্র আউটের গুঞ্জন সত্য বলেছে।
কিন্তু, সামনে আবার হরতালের আশঙ্কাই 
তাদের বাকী পরীক্ষা গুলু নিয়ে চিন্তিত ।


বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩


আজ সদরপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের রালি ও মিটিং অনুষ্ঠিত হয়।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের সপ্তাহ উপলক্ষে
উপজেলা চত্তর হতে একটি রালি করা হয় । 
রালিটি শহররের সকল মোড় ঘুরে
সদরপুর দরবার হলে এসে শেষ হয় ।
পরে দরবার হলের সামনেএকটি বাড়ি একটি খামার প্রকল্পে সপ্তাহ উপলক্ষে সভা করা হয় ।
এই সভাতে বক্তব্য দেন ,
জনাব লোকমান হোসেন ( উপজেলা নির্বাহী অফিসার ),
জনাব ফকির আব্দুর সাত্তার (উপজেলা চেয়ারম্যান, সদরপুর)
ওএকটি বাড়ি একটি খামার প্রকল্পের ও পল্লি উন্নয়ন কর্মকর্তারা ।
এতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এই সভাতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য যোগ দেন।

হরতাল পরিস্থিতি


আজ সকাল ১১.৩০এর দিকে হাসপাতাল মোড়ে
বিএনপির নেতা কর্মীরা উপস্থিত হয়।
কিন্তু পুলিশ তাদের মিছিল করতে দেইনি ।
বরাবর এর মত তাদের অবরুদ্ধ করে রাখে।
এবং কৃষ্ণপুর মোড়েও কোন রকম মিছিল বা সমাবেশ হইনি।
বিভিন্ন মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই প্রথম সদরপুরে ককটেল বোমা ফাটানো হল।


গত কাল রাতে সদরপুরে এই প্রথম ককটেল বোমা ফাটানো হল।
জানা গেছে যে, গত কাল রাতে সদরপুরের কদম তলা মোড়ে,
 হাসপাতাল মোড়ে এবং শ্যামপুরের ভিতর কিছুক্ষণ পর পর ৩টি ককটেল বোমা ফাটানো হয়।
কে বা কারা ককটেল ফাটিয়েছে তা জানা জাইনি,এই ঘটনা গতকাল রাত তোলপাড় করে দেয়।
তবে জানা গেছে যে, দুই জন লোক মোটরসাইকেল নিয়ে এসে আই কাজ করে
বিষয়টি পুলিশ তদন্ত করছে।

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

হরতাল পরিস্থিতি

গতকালের মত আজও সদরপুরে কোন রকম মিছিল বা সমাবেশ হইনি।
সকালে কিছুকোন নেতা কর্মীকে দেখা গিয়েছিল।
 কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কাওকে দেখা জাইনি
। হাসপাতাল মোড়,চান্দ্রপারা মোড়,কলেজ মোড়, 
কৃষ্ণপুর মোড়েও বিএনপি ও এর অঙ্গসংগঠনে
 কোন নেতা কর্মীকে দেখা জাইনি
।পুলিশ সতর্ক অবস্থানে আছে
। বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে
।আন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা শহর থেকে কোন বাস চলাচল করেনি।

সদরপুর থেকে অটো ছিনতাই


আজ সদরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর সামনে থেকে একটি অটো ছিনতাই করা হয় ।
অটো মালিক জানান তাকে ভাড়া করে আনা হয়েছিল, বলা হয়েছিল হাসপাতালে রোগী আছে ।
কিন্তু ছিনতাইকারীরা চালাকি করে অটো ছিনতাই করে।
জানা যায় যে, তাকে তালমা থেকে ভাড়া করে আনা হয়।
অনেক খোজাখোজি করার পরও অটোটি পাওয়া যাইনি।

সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

সদরপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা


সদরপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা বজলু বেপারী (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ৮টার দিকে সদরপুরের চাঁদপুর-নতুনবাজার সড়কে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত বজলু আকটেরচর ইউনিয়নের নতুন সাবেরচর গ্রামের আবদুস সালাম বেপারীর ছেলে।

পুলিশ জানায়, আকটেরচর গ্রামের সুজন, শিশির ও ফয়সাল নামে তিন যুবক চাঁদপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শনিবার রাত ৮টার দিকে নতুনবাজার এলাকায় সাত-আটজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁদের গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করলে তাঁরা চিৎকার করেন। তাঁদের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। অন্য ছিনতাইকারীরা পালিয়ে যেতে সমর্থ হলেও স্থানীয় জনতা একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ ছিনতাইকারী দলের সদস্য বজলুকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত বজলু সড়ক ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওই এলাকার সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

আজকের হরতাল পরিস্থিতি


 গতকালের মত আজও সদরপুরে কোন রকম মিছিল বা সমাবেশ হইনি।সকালে কিছুকোন নেতা কর্মীকে দেখা গিয়েছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কাওকে দেখা জাইনি। হাসপাতাল মোড়,চান্দ্রপারা মোড়,কলেজ মোড়, কৃষ্ণপুর মোড়েও বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোন নেতা কর্মীকে দেখা জাইনি।পুলিশ সতর্ক অবস্থানে আছে। বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।আন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।জেলা শহর থেকে কোন বাস চলাচল করেনি।

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

হরতাল পরিস্থিতি

আজ সদরপুরে কোন রকম মিছিল বা সমাবেশ হইনি।
হাসপাতাল মোড়,চান্দ্রপারা মোড়,কলেজ মোড়, কৃষ্ণপুর মোড়েও
বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোন নেতা কর্মীকে দেখা জাইনি।
 কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে আছে।
 বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।
আন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে
জেলা শহর থেকে কোন বাস চলাচল করেনি।

মাধ্যমিক স্কুলের JSC ও JDC পরিক্ষা


আজ মাধ্যমিক স্কুলের JSC ও JDC পরিক্ষার 
পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়।
কিন্তু,আবার হরতালের কারনে,
তাদের বাকী পরীক্ষা গুলু পিছিয়েছে.
কারন , যে দিনে হরতাল ডেকেছে ১৮ দল
সে সে দিনে তাদের পরীক্ষা ছিল।
কিন্ত সন্ধ্যায় শিক্ষা বোর্ড হরতালের
সময়ে পরীক্ষা স্থগিত করেছে।
আগামী আজ পরবর্তী পরিক্ষার
সময় সূচি জানিয়ে দেওয়া কাথা রয়েছে ।

শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

শুক্রবারেও মাধ্যমিক স্কুলের JSC ও JDC পরিক্ষা


আজ শুক্রবার তারপরও হরতালের কারনে স্থগিত হওয়া 
মাধ্যমিক স্কুলের JSC ও JDC পরিক্ষার 
বাংলা ১ম পত্র পরীক্ষা দুপুর ২ টা থেকে শুরু হয়।
কিন্তু পরীক্ষা শেষ হবার পর পরীক্ষাথিরা ,
পরীক্ষা শেষে  আবার হরতালের খবর শুনে আতঙ্কিত।
কারন , যে দিনে হরতাল ডেকেছে ১৮ দল
 সে সে দিনে তাদের পরীক্ষা ছিল।
কিন্ত সন্ধ্যায় শিক্ষা বোর্ড হরতালের সময়ে পরীক্ষা  স্থগিত  করেছে।
আগামী কাল পরবর্তী পরিক্ষার সময় সূচি জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

JSC ও JDC পরীক্ষা


আজ সারা বাংলাদেশে শুরু হয়েছে JSC ও JDC পরীক্ষা ।
সদরপুর উপজেলার সকল মাধ্যমিক স্কুলের
JSC ও JDC পরীক্ষাথিরা এতে অংশ গ্রহন করেছে।
কোনরকম অপ্রিতিকর ঘটনা ছারাই ইংলিশ প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে।
হরতাল নিয়ে পরীক্ষাথিরা চিন্তিত।
তারা হরতাল চান না।
অভিভাবকরা  চিন্তিত হরতাল  নিয়ে।

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

হরতাল পরিস্থিতি


আজ দুপুর ১২ টার দিকে সদরপুরের কলেজ মোড়ের সামনে 
সদরপুর থানা বিএনপি একাংশ (শাহাজাদা মিয়া গ্রুপ)
 ও এর অঙ্গ সংগঠন মিছিল করে।
মিছিলের পর বক্তব্য দেন,
থানা  বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক,
যুবদলের সভাপতি সহ প্রমুখ।
এবং একই সময়ে অন্য দিকে
 কৃষ্ণপুরের মোড়ে বিএনপি অন্য অংশ  
(আকমাল ইবনে ইউসুফ গ্রুপ) ও এর অঙ্গ সংগঠন মিছিল করে।
মিছিলের পর বক্তব্য দেন,
 থানা  বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক, সহ প্রমুখ।
আজ সদরপুরের অবাস্থা আগের দিনের থেকে একটু গরম ছিল।
কিন্তু পরিস্তিতি মোকাবেলা করার জন্য
 বিপুল সংখ্যক পুলিশ মোতাওন ছিল।
আন্ত যান চলাচল স্বাভাবিক ছিল।

সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

আজকের হরতাল পরিস্থিতি

 সদরপুর যে আওমেলিগ এর ঘাটি সেটা প্রমানিত হয়েছে ।
কারন হরতাল এ কোন রকম প্রভাব পরেনি।
মানুষের মনে কোন রকম ভয় নেই।
কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি।
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে।
এছাড়াও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জেলা শহর থেকে। 
এই ছিল আজকের সংবাদ .

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

সদরপুর বাজারের খাল দখলের ফলে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন

সদরপুর উপজেলা সদর বাজারের পাশ দিয়ে প্রবাহমান ভুবনেশ্বর নদ থেকে বাইশ-রশির কাটাখালি পর্যন্ত খড়স্রোতা খালটির উতসমুখে ব্রীজ থেকে সদরপুর বাজার পর্যন্ত অবৈধ পাকা স্থাপনা ও দোকানপাট নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এলাকার ব্যবসায়ী এবং জনসাধারন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভুবনেশ্বর নদের ব্রীজ সংলগ্ন খালটির উতস মুখে জেলা পরিষদের খালের উপর দোকানপাট নির্মাণ শরু হয়। ব্রীজ থেকে কৃষ্ণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ৫’শ গজ এলাকায় প্রায় শতাধিক আধাপাকা ও টিনশেড দোকান নির্মাণ করায় খালটির উতস মুখ প্রায় বন্ধের পথে। গত বছর ও চলতি বছর উক্ত খালটি দিয়ে কোন পানির প্রবাহ না থাকায় প্রায় ৩ কিলোমিটার এলাকায় খালের পানি জমে থেকে পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে খালটির দু’তীরের প্রায় কয়েক হাজার অধিবাসি পচা পানির গন্ধে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।
অভিযোগ রয়েছে, বাজারের স্টেডিয়াম মার্কেট সংলগ্ন ব্রীজের পাশে জনৈক এক সরকারি কর্মকর্তা বহুতলা মার্কেট নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধের পথে। সদরপুর বাজারের ব্যবসায়ীরা জানান, অপরিষ্কার ময়লা পানির গন্ধে তারা বাজারে বসে দোকান করতে পারছে না। এলাকাবাসির দাবী খালটির উতস মুখসহ প্রায় ১ কিলোমিটার এলাকা জরুরী ভিত্তিতে খালটি খনন করার প্রয়োজন। এ ছাড়া উতস মুখের ব্রীজ থেকে ইটভাটা সিনেমা হল এলাকা ও সরকারি হাইস্কুল এলাকায় জরুরী ভিত্তিতে খনন কাজ করা প্রয়োজন। পাশাপাশি খালটির ওপর নির্মিত অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদের জন্য স্থানীয় জনগণের জোর দাবী উঠেছে।
এ ব্যাপারে ওই সকল দোকান ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, খালি জায়গা পেয়ে তারা দোকান নির্মাণ করেছে, সরকার বললে তারা চলে যাবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারি কমিশনার ভূমি জানান, যদি সরকারি খাল দখল করে কেউ দোকানপাট নির্মাণ করে থাকে, তাহলে তাদের আইনগতভাবে উচ্ছেদ করা হবে।

       Copy Then Paste
   The Site Of Newspeper

আগামী কাল থেকে আবার হরতাল

আগামী কাল থেকে আবার ৬০ ঘণ্টার হরতাল। 
হরতাল  নিয়ে সদরপুরের বিরূপ মন্তব্য।

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

জাতীয় সমবায় দিবস



আজ সকাল ১০ টার দিকে ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে 
উপজেলা চত্তর হতে একটি রালি করা হয় । 
রালিটি শহররের সকল মোড় ঘুরেসদরপুর দরবার হলে এসে শেষ হয় ।
পরে দরবার হলে সমবায় দিবস উপলক্ষে সভা করা হয় 
এই সভাতে বক্তব্য দেন ,
জনাব লোকমান হোসেন ( উপজেলা নির্বাহী অফিসার ),।
জনাব ফকির আব্দুর সাত্তার (উপজেলা চেয়ারম্যান, সদরপুর)
ও সমবায় ও পল্লি উন্নয়ন কর্মকর্তারা ।
এতে সমবায় সমিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়
এই সভাতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য যোগ দেন 


শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

টুঙ্গি পাড়া যাবেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সাজিব ওয়াজেদ জয়

আজ গোপালগঞ্জের টুঙ্গি পাড়া যাবেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র,
সাজিব ওয়াজেদ জয় ।
তাঁর নানা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজারে।
যাবার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা করবেন।
জানা গেছে তিনি আমাদের পার্শ্ববর্তী উওপজেলা ভাঙ্গাতে পথসভা করবেন।
এই কারনে সদরপুরের আওয়ামী লীগ ও এর
 অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ভাঙ্গা গিয়েছিলেন তাঁর পথসভাতে যোগ দিতে।

সদরপুরে জাতীয় যুব দিবস পালিত

আজ সদরপুরে উজ্জাপন হল জাতীয় যুব দিবস ,
সকাল ৯.৩০ টার দিকে থানার সামনে থেকে রালি বের হয় ।
রালিটি শহররের সকল মোড় ঘুরে সদরপুর দরবার হলে এসে শেষ হয় ।
পরে দরবার হলে  যুব দিবস উপলক্ষে সভা করা হয় ।
এই সভাতে বক্তব্য দেন ,
জনাব লোকমান হোসেন ( উপজেলা নির্বাহী অফিসার ),
জনাব ফকির আব্দুর সাত্তার (উপজেলা চেয়ারম্যান, সদরপুর)
জনাব সেলিম হোসেন (যুব উন্নায়ন অফিসার)
 সহ আরও অনেকে।
এতে সরকারের যুব উন্নায়ন এর বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়।

আমাদের ফেসবুক পেজ 

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

সদরপুরে এসেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরউল্লাহ



আজ সদরপুরে এসেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরউল্লাহ ।
তিনি সদরপুরে এসে উপজেলা আইসিটি ভবনের কাজের উদ্ভদন করেন ।
উদ্ভদন আগে করার কাথা থাকলেও সময়ের কারনে সেটা করতে পারেনি।
পরে তিনি উপজেলা আইন শিঙ্খলা সভাতে যোগ দেন।
আইন শিঙ্খলা সভাতে আরও থাকেন, জনাব লোকমান হোসেন (ইউএনও) ,
জনাব মোহাম্মেদ আলী বিশ্বাস (অফিস ইন চাজ )সদরপুর থানা,কাজী শফিকুর রহমান
 ( সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ সদরপুর উপজেলা)
,জনাব আবু আলম রেজা,(সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ সদরপুর উপজেলা),
সহ আরও অনেকে। সভাটি ২ টা প্রজন্ত হবার কাথা রয়েছে।
২ টার সময় জনাব কাজী জাফরউল্লাহ সদরপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পেজ

বিএনপির বিক্ষোভ মিছিল


আজ সকাল ১১ টার দিকে সদরপুর উপজেলা চত্বরে বিএনপি ও এর অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করে । কিন্তু তারা কোন শব্দ মুখ উচ্চারন করেনি।
তারা হাসপাতাল মোড় হতে কলেজ মোড়ে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয় ।
এ সময় উপস্তিত ছিলেন থানার সভাপতি গোলাম রব্বান্নি ,সাধারন সম্পাদক কাজী বদুরুজ্জামান বুদু , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখ।
কিন্ত মিছিল পরবর্তীতে ব্যাপক যানজট দেখা দেয়।
তবে এখন পুরুপুরি স্বাভাবিক আছে।

আমাদের ফেসবুক পেজ 

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

ট্রাক ও টেম্পুর মুখুমুখি সংঘর্ষ

আজ দুপুর ১২ টার দিকে সদরপুর - বাবুরচর এর মাঝামাঝি
সরকার ভিলার সামনে ট্রাক ও টেম্পুর মুখুমুখি সংঘর্ষ।
আহত ২।
আশংকা জনক অবস্থায় ২ জনকে সদরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ফেসবুক পেজ 

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

আগামীতে নমিনেশনই চাইবো না: রনি
আমদের সদরপুর এর ছেলে গোলাম মওলা রনি এমন কথাই বলেছে,

আগামীতে নমিনেশনই চাইবো না। কিন্তু দলের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো ঠিক আমার মতো করে বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনি। আজ সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু সমালোচনাও করেন সদ্য কারামুক্ত এই এমপি।
ফেসবুকে রনি লিখেছেন, ঢাকা শহরে কোন প্রাইভেট গাড়ী চলছে না। অথচ সরকারদলীয় লোকজনের লাখ লাখ গাড়ী রয়েছে। শুধু কি তাই- এই সরকার ক্ষমতায় আসার পূর্বে যাদের চুলায় আগুন জ্বলতো না এবং পকেটে রিকশা ভাড়া থাকতো না তারাও গাড়ী-বাড়ির মালিক হয়েছে। এ সব সুবিধাভোগীর সংখ্যাও কয়েক লাখের নীচে হবে না। বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রীর কথা বলতে গিয়ে তারা বিভিন্ন সময় মুখের ফেনা তুলতো আর নিজ দলের প্রতিপক্ষকে খোন্দকার মোস্তাক বানানোর চেষ্টায় রত থাকতো তারা এখন কোথায়?
রনি আরও লিখেছেন, অনেকে বলবেন আপনি কি করছেন? অবশ্যই করছি- আমি আমার নীলমনি গাড়িটি নিয়ে গত ২দিন অনবরত শহরে ঘুরেছি আর হরতাল দেখেছি। আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের যে সব নেতৃবন্দ গত পাঁচ বছরে আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধারের মাধ্যমে আমার সর্বনাশ করার চেষ্টায় রত ছিলো- তাদের নিকট প্রস্তাব পাঠিয়েছি দলের স্বার্থে সম্মিলিত ভাবে হরতার বিরোধী মিছিল করার জন্য। আজ দলের স্বার্থে তাদের নিকট সকল মান অভিমান ভুলে আমি শর্তহীন ভাবে এগিয়ে গিয়েছি।
শেষ দিকে রনি লিখেছেন, নিন্দুকরা বলবেন, সামনে নির্বাচন। তাই নমিনেশন পাওয়ার জন্য হয়তো এমনটি করছেন। আমি বলবো প্রশ্নই আসে না। কারণ আগামীতে নমিনেশনই চাইবো না। কিন্তু দলের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো ঠিক আমার মতো করে।
সুত্রঃ- কালেরকণ্ঠঃ-ওয়েব সাইট লিঙ্ক 

ক্লিক আমাদের ফেসবুক পেজ এ ঘুরে আসুন


শীর্ষ সংবাদ

সদরপুর এর জন্য সুখবর আজ সন্ধ্যা ৬ টার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে।

সদরপুর এর প্রতিটি চায়ের দোকানের আড্ডা এর শীর্ষ খবর হল ,
গণভবনে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ তাৎক্ষণিক রক্ষা না করে কিছুটা বিপাকে পড়েছে বিএনপি। বিএনপি মনে করছে, এখন সংলাপ যদি না হয় তাহলে তার দায় তাদের দিকেই আসতে পারে এবং ফোনআলাপ মিডিয়াতে প্রকাশ হবার পর  বিএনপি এর জনসমর্থন কমতে শুরু করেছে বলে মনে করেন আড্ডাবাজরা ।
এই ফোনআলাপ নিয়ে সদরপুরবাসি ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন।

আপনি কি মনে করেন ফোনআলাপ টিতে খালেদা জিয়া খারাপ আচারন করেছেন প্রধানমন্ত্রী এর সাথে?

কমেন্ট করে জানাবেন...

হরতাল পরিস্থাতি ( শেষ দিন )

আজ সকাল ১০ থেকে১১.৩০এর দিকে হাসপাতাল মোড় এলাকার নির্মাণাধীন ভবন এর সামনে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি এর হরতাল সমর্থন কারীদের পুলিশ অবুরদ্ধ করে রাখে ।
পরবরতিতে অবুরদ্ধ এর মাঝে বক্তব্য দায় ।
এতে বক্তব্য দেন থানার সভাপতি গোলাম রব্বান্নি ,সাধারন সম্পাদক কাজী বদুরুজ্জামান বদু  , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখ। কিন্তু সদরপুর এর বিএনপি এর অপর পার্কিটি কৃষ্ণপুর মোড় এ কোন রকম সমাবেশ হইনি ।
কোন রকম বিশিঙ্খলা হইনি
আন্ত যান চলাচল সাভাবিক রয়েছে ।
অটো,ভ্যান,মোটরসাইকেল ও সবুজ বাংলা ,চলাচল করেছে।
হরতাল এর কারনে সদরপুর এ আসা (দুরের) মানুষ বিপাকে পরেছে ।
৬ টার পর হরতাল শেষ হলে পরিস্থিতি আবার সাভাবিক হয়ে যাবে।
সদরপুর যে আওমেলিগ এর ঘাটি সেটা প্রমানিত হয়েছে ।
কারন হরতাল এ কোন রকম প্রভাব পরেনি।
মানুষের মনে কোন রকম ভয় য় নেই।
আমি কিছু লোক কে প্রস্ন করেছি যে,
হরতাল এ কেমন প্রভাব পরেছে সদরপুরে ?
সবাই প্রারাই একই রকম উত্তর দেয়েছে,
তারা বলেছে হরতাল তো বাংলাদেশে , সদরপুরে হরতাল নাই।
কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি।
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে।
এছাড়াও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জেলা শহর থেকে।
এই ছিল আজকের সংবাদ .... — at হাসপাতাল মোড় ,সদরপুর,ফরিদপুর.

ফেসবুক লিঙ্ক 

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

বাবুরচর এ হাতাহাতি

আজ বিকাল ৫ টার দিকে বাবুরচর বাজার এ সদরপুর এর ৯ রশি গ্রাম এর কয়েকটি ছেলে ও মধ্য  বাবুরচর এর কয়েকটি ছেলে  এর মধ্যে হাতাহাতি হই।
এতে  মধ্য  বাবুরচর এর একটি ছেলে আহত হয়।
ঘটনা সুত্র জানা জাইনি।
তবে জানা যায় যে এর আগে সদরপুর এর ৯ রশি গ্রাম এর একটি ছেলে কে,
 অনন্যাই ভাবে মেড়ে আহত করার জন্য এর ঝামেলা।
তবে বেপার টা মীমাংসা করার জন্য দুই পক্ষএর মুরুব্বীরা বাবস্থা গ্রহন করেছেন।

ফেসবুক লিঙ্ক 

হরতাল এর সংবাদ


আজ সকাল ১০ থেকে১১.৩০এর  দিকে হাসপাতাল মোড় একাকার আদালত ভবন এর সামনে বিপুল সংখ্যক পুলিশ  বিএনপি এর হরতাল সমর্থন কারীদের পুলিশ অবুরদ্ধ করে রাখে
পরবরতিতে অবুরদ্ধ এর মাঝে বক্তব্য দায়
এতে বক্তব্য দেন থানার সভাপতি গোলাম রব্বান্নি ,সাধারন সম্পাদক কাজী বদুরুদিন , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখকিন্তু সদরপুর কিস্নপুর মোড় এ কোন রকম মিছিল হইনি
কোন রকম বিশিঙ্খলা  হইনি।
আন্ত যান চলাচল সাভাবিক রয়েছে
কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে
 এছাড়াও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জেলা শহর থেকে।
এই ছিল আজকের সংবাদ ....

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

হরতাল সদরপুর ২৭-১০-২০১৩

আজ সকাল ১১ টার দিকে হাসপাতাল মোড় একাকায় বিএনপি এর হরতাল সমর্থন কারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করে।পরবরতিতে তাদেরকে স্বতঃ সাপাক্কে ১৫ মিনিট এর সমাবেশ করতে দেওয়া হয়।
এতে বক্তব্য দেন থানার সভাপতি গোলাম রব্বান্নি সাধারন সম্পাদক কাজী বদুরুদিন , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখ। কিন্তু সদরপুর কিস্নপুর মোড় এ কোন রকম মিসিল হইনি ।
আন্ত যান চলাচল সাভাবিক রয়েছে । কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি।
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে। 
এই ছিল আজকের সংবাদ ....