মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

হরতাল পরিস্থাতি ( শেষ দিন )

আজ সকাল ১০ থেকে১১.৩০এর দিকে হাসপাতাল মোড় এলাকার নির্মাণাধীন ভবন এর সামনে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি এর হরতাল সমর্থন কারীদের পুলিশ অবুরদ্ধ করে রাখে ।
পরবরতিতে অবুরদ্ধ এর মাঝে বক্তব্য দায় ।
এতে বক্তব্য দেন থানার সভাপতি গোলাম রব্বান্নি ,সাধারন সম্পাদক কাজী বদুরুজ্জামান বদু  , যুবদল সভাপতি মকারম রেজা সহ প্রমুখ। কিন্তু সদরপুর এর বিএনপি এর অপর পার্কিটি কৃষ্ণপুর মোড় এ কোন রকম সমাবেশ হইনি ।
কোন রকম বিশিঙ্খলা হইনি
আন্ত যান চলাচল সাভাবিক রয়েছে ।
অটো,ভ্যান,মোটরসাইকেল ও সবুজ বাংলা ,চলাচল করেছে।
হরতাল এর কারনে সদরপুর এ আসা (দুরের) মানুষ বিপাকে পরেছে ।
৬ টার পর হরতাল শেষ হলে পরিস্থিতি আবার সাভাবিক হয়ে যাবে।
সদরপুর যে আওমেলিগ এর ঘাটি সেটা প্রমানিত হয়েছে ।
কারন হরতাল এ কোন রকম প্রভাব পরেনি।
মানুষের মনে কোন রকম ভয় য় নেই।
আমি কিছু লোক কে প্রস্ন করেছি যে,
হরতাল এ কেমন প্রভাব পরেছে সদরপুরে ?
সবাই প্রারাই একই রকম উত্তর দেয়েছে,
তারা বলেছে হরতাল তো বাংলাদেশে , সদরপুরে হরতাল নাই।
কিন্তু সদরপুর - ফরিদপুর বাস চলাচল করেনি।
পুলিশ বিভিন্ন মোড়ে অবাস্থান নিয়েছে।
এছাড়াও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে জেলা শহর থেকে।
এই ছিল আজকের সংবাদ .... — at হাসপাতাল মোড় ,সদরপুর,ফরিদপুর.

ফেসবুক লিঙ্ক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন